গ্রীষ্মের দাহে, শীর্ণ কায়ে
কঠোর পরিশ্রম ভাই,
বিশ্রাম নাই, কাজ করে যাই,
ঠান্ডা বায়ু কোথা পাই?
কাজের তরে, ঘাম ঝরে,
হাঁপিয়ে যায় শুধু,
চারিদিকে, নেই কোন লোকে,
মাঠ করে ধু ধু ।
মাঝে মাঝে বসে, ঘুম চোখে আসে,
পারি নাকো দাঁড়াতে,
ইটগুলি বয়ে, যাই ঘরে নিয়ে,
কড়া পরে হাতে।
এমন খাটুনি, বন্ধ হবে না জানি,
জল আসে চোখ ভরে,
আছে এক আমার, ছোট্ট পরিবার,
দু'মুঠো অন্নের তরে।