শোভা
সেখ মইদুল আলি
কি অনুপম শোভা ধরণী তোমার,
শস্য- শ্যামলায় প্রাণ ভরে যায় সবার।
পাহাড়- পর্বত, নদী নালা, ও বনভূমি,
কোথায় বা সুললিত মনোমুগ্ধকর সমভূমি
সাগর মহাসাগরের জোয়ার ভাটার খেলা,
রত্ন- মুক্তার সমারোহ সমুদ্রগর্ভে মেলা।
বিশাল জঙ্গল আর ভিন্ন জাতের তরু,
কোথায় বা জলহীন রুক্ষ বিস্তীর্ণ মরু।
সারি সারি সুস্বাদু ফলের গাছে পূর্ণ বাগ গুলি,
নাতিশীতোষ্ণের সরলবর্গীরা রয়েছে মাথা তুলি।
পাথর, পলি কাঁকর, দেখি রেগুর মাটি,
বর্ষার জলে জলাকার গ্রীষ্মের দাহে ফাটি।
বাগান আর বাগান সমাহার সুগন্ধি ফুলে,
মাটির নিচে তরল সোনার কে সৃষ্টির মূলে?
এত সুন্দর সুসজ্জিত পৃথিবী কে করিল দান।
তুমি মালিক, তুমি মহান, সর্বশক্তিমান।