স্বাধীনের ছায়ায় পরাধীন
সেখ মইদুল আলি
সাতাত্তর বছরের বৃদ্ধ রবি
পশ্চিমে অস্তমিত,
গণতন্ত্র এখনো হলো না
কেন প্রতিষ্ঠিত?
দাসত্ব গোলামির রমরমা
চলছে বাজার,
মাস্টারদার প্রাণ বিসর্জনে
এটা কি উপহার?
আজো পথের পাশে অনাহারে
কাটায় মানুষজন,
বড় বড় নেতার ভাষণ
চাকরিতে আপনজন।
পরাধীনতার শিখায় মানুষ
এখনো জ্বলছে,
শ্রমিকরা আট ঘণ্টার বদলে
বার ঘন্টা খাটছে।
দাসত্বের শিকল জোট বেঁধে
দৃঢ় ও মজবুত,
দেশের সেবার নামে করছে
ভারত কে লুট।
স্বাধীন স্বাধীন বলে আমরা
যতই ফাটাই গলা,
দেশের সম্পদ ধ্বংস করতে,
পিছপা নয় মন্ত্রী আমলা।