শরতের কাশফুলে ভরপুর প্রান্তর
ভাঙ্গা মেঘ মালায় ভরা অম্বর।
সোনালী আলো ঢেকে রাখে মেঘেতে
,দুরবায় মুক্ত ঝরে মাঘের প্রভাতে।
এক অজানা পথিক হেঁটে চলে,
যায়না দেখা সবুজে পায়ের ছাপ মেলে,
কে সে পথিক, খুঁজি ঘাসের আলপনার চিহ্নে,
সাদা মুক্তা কচু পাতা হতে পরে, অদৃশ্য মধ্যাহ্নে।
সবুজের পরশে মুক্ত জলে, কদমমুসি করে, কামিনীর সুবাস চাপার অঞ্জলিতে হৃদয় যায় ভরে।
বেলা বেড়ে সবুজে আলপনা পাইনা খুঁজে
পথিক, তুমি কি মিশে গেছো সবুজের মাঝে?