ওই যে দূরে কলাপাতার
ছাউনিতে ঘেরা গ্রামটি,
ওইখানেতেই চিরনিদ্রায়
ভালোবাসার মানুষটি।
কোলে পিঠে মানুষ করে
মাটির তলে এখন ঠাই,
গ্রামের কোনায় অমর স্মৃতি
বারে বারে খুঁজে পাই ।
সন্ধ্যা রজনী চন্দ্রের আলোয়
তার কবরের পাশে বসে,
অনেকদিন ঘুমিয়ে আছো
ওঠো না কেন আগের বেশে।
তোমার সমাধির পাশ
দিয়ে একা যখন চলি,
হৃদয়ে বেদনা তখনই
যেন ধরফর উঠি জ্বলি।
কাঁঠালি চাঁপা পুষ্প দিয়ে
রেখেছে তোমায় ঢেকে,
আল্লাহর রহমতের আশার
মোনাজাত তাই মোর মুখে।