আমাদের গ্রামের পাশে
রেল স্টেশন একটি,
দিবারাত্রি হয়নি কখনও
স্টেশনের ছুটি ।
সারাদিন কোলাহল
লোকের ভিড়ে ঠাসা,
রাত বাড়ার সাথে সকলে
ব্যস্ত ফিরতে বাসা।
প্রচন্ড শব্দ করে যায়
যখন রেলগাড়ি,
থর্ থর্ করে কম্পন করে
মোদের ঘর বাড়ি।
গভীর রাতে রেলগাড়ি
চলে প্রবল বেগে,
যেন বুকের উপর দিয়ে যায়
হঠাৎ উঠি জেগে।