পড়াশুনা পাটে

নারকেল গাছের ডগায়
এক ফালি চাঁদ কে দেখি,
আঁধার ঘনিয়ে চারিধার
আলো-আঁধারি মাখামাখি।
স্নিগ্ধ বাতাস প্রান্তর ভরা
সোনার ধান শীষে দোলে,
ডুমুর গাছে পেঁচা ডাকে
বিরহের হাওয়া তোলে।
বনের কামিনীর সুগন্ধে
আঙিনা হয় মাতোয়ারা,
মাচার লাল পুই গুলি
দুঃখতে স্বজন হারা।
গ্রামের ছেলেরা মাথা গুঁজে
ফোন টিপে স্মানের ঘাটে,
মুরুব্বিদের মানে না তারা
পড়াশোনা দিয়েছে পাটে।