ঘুট ঘুটে আঁধার ঘন জঙ্গল বসে দুর্বায়
কেমন করুন গীত বাতাসে বয়ে যায়।
কিসের গীত বোঝা যায় না শুধু ইশারা
আধারে খুঁজতে গিয়ে আমি দিশেহারা।
কিছুক্ষণ নিদ্রায় শীতল বায়ু মোর কায়,
স্বপ্নে অরণ্য ঘুরে পেলাম না হদিশ হায়!
দূরে অট্টালিকার কুমারীর প্রেম বিরহ গীত,
সীমানার আর্মির বেদনার কান্না হয়ে হার জিত।
কোন মা, তার সন্তান হারানোর বিষাদে বিগলায়,
নদীর জলের কল কল রব বুঝি ওই মোহনায়।
হঠাৎ ঘুম ভেঙ্গে দেখি আঁধারের নেই ধরা ছোঁয়া,
বিংশ শতাব্দীর গ্লানি শেষের গীত নব প্রত্যুষের ছায়া
।