শীত যাব যাব
হেমন্তের আগমন,
শুরু পাতা ঝড়া
শূন্য সব বন।
ন্যাড়া মাথায় দাঁড়িয়ে
লজ্জিত সকল বৃক্ষ সারি,
স্নিগ্ধ বায়ুর হাতছানিতে
নবপল্লব গুলি হেরি।
বসন্তে কোকিলের সরে
মুগ্ধ চারধার,
ফুল ফলে নব রূপে
সজ্জিত আবার।
শিমুল ফুলের অঞ্জলিতে
নববর্ষের আসা,
ভোরের বায়ে কাস্তে
হাতে বৃদ্ধ এক চাষা।