মরা নদীর কূলে
সব কিছু ভুলে
একা দেখি বসে,
তাল গাছে সারি
সবুজ পাটে ভরি
তীরের দুই পাশে।
অনন্ত নীল আকাশ
স্নিগ্ধ শীতল বাতাস
মাঝির খোলা কায়ে,
রোগা জীর্ণ শরীরে
নোঙ্গর শক্ত করে
মাঝি জলে বায়ে।
খিদেতে পেট কামড়ায়
ভাটিয়ালি গান গাই
থাকে মেতে নিজে,
সকাল হতে গোধূলি
দেখা নেই মাছগুলি
চলেছে তার খোঁজে।
আঁকাবাঁকা নদীর
জল বড় স্থির
শ্যাওলায় সব ভরা,
সারাদিনের শেষে
সন্ধ্যার আবেশে
চাঁদের আলোয় ধরা।