গভীর রজনী
সমুদ্র সৈকতে, একা বসে,
মনে বড় ভয়
তবু আছি সাহসের জোসে।
গগনে চাঁদের
আলো, সাগর বুকেতে ঢেউ,
পায়েতে আছড়ে
পড়ে, ধৌত করে দেয় কেউ।
রাতের তারা
আকাশ জুড়ে, মিটমিট করে,
জোৎস্নার আলো
চারদিক, চিকচিক বালুচরে।
সো সো আওয়াজে,
ভিজিয়ে দিল মোর শীর্ণ কায়,
পাথরে পা পিছলে,
একটু একটু পিছিয়ে যায়।
ভয়ংকর ঢেউয়ে,
দূরে নিয়ে চলেছে তলিয়ে,
হাবু ডুবু দিই
বারংবার, সাঁতারকে ভুলিয়ে।
ধীরে ধীরে সাঁতার
দিয়ে, সিন্ধু তীরে আবার উঠি,
এখন বুঝেছি,
যদি থাকতো মোর শক্ত খুঁটি