কচু পাতার শ্যামল ছিটার
গাঁ খানি মোর,
গরিব-দুখী সবাই সুখী
পরিশ্রমে বিভোর।
বাখারি ঘেরা প্রেমে মোড়া
পূর্ণ আমার কুঁড়ে,
আত্মীয় জনে এক বন্ধনে
দেখে মন ভরে।
সকাল হলে সবকিছু ভুলে
কয় কথা হেসে,
মানুষ সবে সমান রবে
বিদ্বেষ না আসে।
কাকের ডাকে পরিশোকে
কি হলো মোর গাঁয়!
শুদ্র-কিষান হোক অবসান
বিভেদ মোদের নাই।