গভীর নিশিতে গগনে
তাকিয়ে করি ফরিয়াদ,
তোমায় দেখি নাই
বিশ্বাসে আস্থা অগাদ।
তোমার ইঙ্গিত প্রতিটি
অণুতে সদা বিরাজমান,
তরু বন্যপ্রাণী সকলে
তোমার আহ্বানের গোলাম।
মৌমাছি গুঞ্জন করে
বারে বারে তোমায় ডাকে,
মধু এত সুষম কেন?
কত রোগের ওষুধ শাকে?
শবরীরর স্নিগ্ধ রশ্মি দিয়ে
বসুধা উজ্জ্বল করে চাঁদ,
নদীতে কন্টকী যত
ভিন্ন ধরনের সাদ।
ভূগর্ভে স্বর্ণ দেখে
বিজ্ঞানীরা সব অবাক,
দ্যুলোকের কুল কিনারা নাই
গবেষণায় বিজ্ঞান হতবাক।