সবুজ অবলুপ্ত উষ্ণতা ঊর্ধ্বগামী
সভ্যতার বাড়াবাড়ি ন্যাড়া এই ভূমি।
কংক্রিট ভক্ষণে দুষ্প্রাপ্য সবুজ
এত উন্নত ধরা, মানুষ কেন অবুঝ?
রেড সিগনাল বারবার তরু শাখে কোকিল,
ধ্বংসের বিরহে গাধা কাঁদে একি মুশকিল!
ফুসফুসের শোধন বারুদে, পরমাণু উচ্চসিত,
কারখানার বর্জ্য পদার্থ খুশিতে গঙ্গায় নিমর্জিত।
অবক্ষয়ের দামামায় উৎফুল্ল মানব জাতি,
সেলিব্রেশনের গান পৃথ্বির কোলে দিবারাতি।
বিশ্ব পরিবেশ সংকটে, মন্ত্রীর অর্থ জমে গাটে,
অস ঋতু প্রতিকারের পথ মেলে না মোটে।