বছর বছর শ্রাবণ মাসে
ভাঙ্গিস আমার ঘর,
আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব
সব করিস পর।
তবু তোরে ভালবেসে থাকি
তোর এই তীরে,
এত দুষ্টুমি সত্ত্বেও তোরে
রেখেছি বুকে ধরে।
শরতে শান্ত হয়ে চলিস
আঁকাবাঁকা হয়ে,
শীতে চুপচাপ থাকিস
কিসের এত ভয়ে?
গ্রীষ্মের দাহে জল হারা
শুকনো তোর বুক,
মানুষ আনন্দে হয় পার
হয়নি তোর দুখ?
বারো মাস শুকনো থাকলে
আসে ঐ পারের স্বজন।
গোধূলি লগ্নে একসাথে বসে
গল্প করি মোরা দুজন।