শীতের ভোরে চুলো ধরাতে
ব্যস্ত চাওয়ালা,
খদ্দের পাবনা ভয় মনে
বেড়ে গেলে বেলা।
শরীর দুর্বল, দৃষ্টি কম
পারেনি আগের মত,
পাড়ার মোড়ল, গুন্ডা মস্তান
পঞ্চায়েতের কথা যত।
একদিন দোকান বন্ধ হলে
সংসার হয় অচল,
ভরে উঠতে কষ্ট তবু, উঠি
সয়না কায়ে ধকল।
ধারের টাকা পেতে হলে
হতে হয় পেরেশানি,
অন্যের চা পান করে
আমার প্রতি অভিমানী।
দুপুরবেলা শুকনো মুখে
ফিরি আপন ঘরেতে,
ডাল ভাত তো দূরের কথা
পুড়া রুটি থাকে না পাতে।