প্রভাতে আলোর ছটায় ভরে দেয় রবি,
নিশির ঘুম হতে জাগরিত সবই।
বনে বনে জেগে ওঠে পশুপাখির দল,
বাগানের ফুলগুলি যেন পেল বল।
ফুলে ফুলে মৌমাছি গুঞ্জন করে,
গাছের ডালে পাখিরা মধুর টান ধরে।
মৃদুমন্দ বাতাসে দোল খায় গাছগুলি,
বাগানে ফুল তুলতে ব্যস্ত সব মালি।
চারিদিকে সুগন্ধে, মন করে পুলকিত,
পুষ্প গুলি হাতছানি দেয় হয়ে বিকশিত।
সকালে ছোট্ট খোকন মন দেয় পাঠে,
ভালো পড়া হয় ভুল হয় না মোটে।
সকল ছেলেরা দিঘির পাড়ে করে খেলা,
জেলেরা মাছ ধরে নদীতে সারাবেলা।
গরু নিয়ে রাখাল ছেলে মাঠে চলে,
সুমধুর সুরে বাঁশি বাজায় সবকিছু ভুলে।
বলদ নিয়ে চাষী ভাই লাঙ্গল করে ক্ষেতে,
সারা দিনের কঠোর শ্রম পারে না খেতে।
আলোর ছটা বেলা হতে, থাকে তেজি,
এমন অনুপম সভা মুগ্ধ করে আজিই।