একুশে ফেব্রুয়ারি
সেখ মইদুল আলি
একুশে ফেব্রুয়ারি অশ্রুসিক্ত ঘটনা
বছর ফিরে করে স্মরণ,
আব্দুল,সালাম,রফিকউদ্দিন,আহমেদ শহীদ, বলোনা মরণ।
ভাষা শুধুমাত্র মানবের মত
বিনিময়ের পথ নয়,
সাংস্কৃতি সামাজিক দায়বদ্ধতা
সবকিছুই পুরন্ রয়।
মাতৃভাষার টানে, ভাষা
বাঙালির অস্তিত্বের লড়াই,
বিশ্বের দরবারে তাই মাথা
তুলে করতে পারি বড়াই।
শত বাঙালির বুকের তাজা
রক্ত, দিয়ে রচিত ইতিহাস,
ভাষা ছাড়া মানুষের সত্তা
হয়নি, পরিপূর্ণ বিকাশ।
একুশে শহীদেরা সকল
বাঙালি জাতির গর্ব,
অমর হে শহিদ! তোমাদের
মান করতে দেব না খর্ব।