তুমি আসবে ব'লে
ভোরের কোকিল বার্তা দিয়ে যায়।
তুমি আসবে ব'লে
এই প্রভাতে সূর্য ডাকে, আয়।
তুমি আসবে ব'লে
মন্দ-মধুর বইছে হিমেল বায়।
তুমি আসবে ব'লে
হৃদয় এমন মাতাল সুরে গায়।
তুমি আসবে ব'লে
পুষ্প হাসে, আকাশ বাতাস চায়।
তুমি আসবে ব'লে
আসলো প্রভাত শিশির ভেজা পায়।
তুমি আসবে ব'লে
এই কবিতা কল্পলোকে ধায়।
তুমি আসবে ব'লে
আলোর মেলা কোন্ সে অলকায়।
তুমি আসবে ব'লেই
চেয়ে থাকা অধীর প্রতীক্ষায়।
তুমি আসবে কখন !
আর তো ব্যাকুল কাল কাটে না হায়।
----------------