হয়তো জীবনে কিছু সাধ মেটে,
বাকি না মেটাই থাকে।
তাই লাগে এত রহস্যময়
ছোট এ জীবনটাকে।
জীবনের পথে হেঁটে যেতে যেতে
সাধ জাগে মনে কত কিছু পেতে,
স্বপ্ন পূরণে তাই উঠি মেতে
অজানা পথের বাঁকে।
এ জীবনে তবু কিছু সাধ মেটে,
বাকি না মেটাই থাকে।
দীপ্ত আবেগে ধেয়ে চলি বেগে
কৈশোরে যৌবনে।
টগবগে তাজা উন্মাদনায়
রঙিন স্বপ্ন মনে।
না ভেবেই কিছু, কত কিছু করা
মনে ভাবি, নয় কিছুই অধরা
অনায়াসে করি কত ভাঙা গড়া
ক্ষণে ক্ষণে অকারণে।
মত্ত আবেগে ধেয়ে চলি বেগে
কৈশোরে যৌবনে।
অর্থ খুঁজি না, তখন বুঝি না
এ জীবন ছোট কত।
অধরা অলীক স্বপ্ন দেখেই
কাল কাটে অবিরত।
হৃদয়ে ধ্বনিত যা কিছু বাসনা
ভাবি মিটে যাবে, রবে না না-শোনা
হঠাৎই ফুরায় সব কাল গোণা,
আশাগুলি আশাহত।
তখনই তো বুঝি, কালের প্রবাহে
এ জীবন ছোট কত।
---------