এমন ভিড়ে দম ফেলা দায়,
     কোনখানে যায় পাওয়া
তোমার বাণী, একটুখানি
     তোমার খোলা হাওয়া !
        ------------

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
      টুকরো ক'রে কাছি
আমি   ডুবতে রাজি আছি, আমি
       ডুবতে রাজি আছি।