দুঃখ যদি পাই তো পাব দুঃখ তাতে নেই,
তোমার জন্য দুঃখ পেলে তৃপ্তি আমার সেই।
সকল কথায় গানের সুরে
               তুমি আমার হৃদয় জুড়ে,
বিরাজ করো যতই দূরে পাই যে মুহূর্তেই।
এই বিরহ নয় অসহ, দুঃখ বেদন নেই ।

পরশমণি রতন খনি তুমি অসীম ধন,
পরম সে ভাব ভুলিয়ে দেয় তোমার অদর্শন।
না-ই বা হল চোখের দেখা
               বিভোর আমি রই যে একা
হৃদয় দিয়ে তোমায় দেখার অপার আনন্দেই।
এই বিরহ নয় অসহ, দুঃখ বেদন নেই।
             -----------------