বাদ দিয়ে সব মান অভিমান
না হয় এবার ভাবব
পাঠক যদি না-ই পড়ে তো
মিছেই লেখা কাব্য।
নিত্য নতুন কবির ভিড়ে
সংখ্যা কেবল বাড়াই কি রে!
তেমন যদি না-ই লিখি রে
কেনই পথে নাবব?
পাঠক যদি তৃপ্ত না হয়
তবে কিসের কাব্য?
যখন ছিলাম নবীন যুবা
কত কী ভাব জাগত,
কথার পিঠে গাঁথতে কথা
বেশ তো ভালো লাগত।
যেতাম লিখে লেখার টানে
পাঠক কজন কে-ই বা জানে!
না থাক কোনো গভীর মানে
মন যে বিভোর থাকত।
ছিলাম নবীন, লেখার ঝোঁকে
লিখতে ভালো লাগত।
সে সব রঙিন দিন পেরিয়ে
এখন তো প্রায় বৃদ্ধ।
দীপ্তি তেমন থাকলে লেখায়
হতাম ঠিকই সিদ্ধ।
পাঠক যখন মানছে না তা
লাভ কী মিছে ঘামিয়ে মাথা!
হয় না জানি লেখার পাতা
তেমন গুণে ঋদ্ধ।
বরং লিখুক কলম যাদের
হয়নি আদৌ বৃদ্ধ।
-------------
🙏🙏🙏