টাপুর টুপুর বৃষ্টিতে
স্বপ্ন ভাসে দৃষ্টিতে।
তৃপ্তি পেতে
      উঠছি মেতে
ছন্দ কলির সৃষ্টিতে।


টাপুর টুপুর বৃষ্টিতে
জমছে লেখার লিস্টিতে
নতুন গড়া
     মজার ছড়া
টক ঝালে আর মিষ্টিতে।


টাপুর টুপুর বৃষ্টিতে
বাছুর মায়ের পিছটিতে।
কেউ হেঁটে যায়
     বেশ তো মজায়
রঙিন ছাতার নিচটিতে।


টাপুর টুপুর বৃষ্টিতে
মগ্ন আমি সৃষ্টিতে।
কেউ ভাবে আজ
     জমবে মেজাজ
টেস্টি খানার ফিস্টিতে।

টাপুর টুপুর বৃষ্টিতে।
       --------