মানুষ জনের অন্তরে হায়
হরেক রকম দুঃখ
কারুরটা বেশ সহজ গোছের
কারুরটা খুব সূক্ষ্ম।
কেউ বা কাঁদে টাকার ক্ষোভে
কেউ বা যশের জন্য,
কোপ্তা পোলাও কেউ পেলে খুশ,
কেউ ক্ষমতায় ধন্য।
কিন্তু যে জন যার পিছনে
হন্যে হয়ে ছুটছে
অঢেলভাবে ইচ্ছে মতো
কোথায় সেটা জুটছে!
যার রয়েছে মাটির বাড়ি
চায় সে দালান গড়তে।
সাইকেলেই যার চলে বেশ
সে চায় মটর চড়তে।
এই জগতে দেখছি যেন
সক্কলেই দুঃখী,
নানান সুখের খোঁজ পেয়েও
বুঝলই না সুখ কী।
সৃষ্টি সুখে মেতেই আমি
দুঃখ যত ভুলছি।
যন্ত্রণা সব ভাসিয়ে দিতে
ছন্দ লহর তুলছি।
---------