কনকনিয়ে বইছে হাওয়া
        শীত পড়েছে এইবারে।
আঁচল ভ'রে সঙ্গে ক'রে
         আনল ধ'রে পৌষ তারে।
ও খোকারা ও খুকুরা
          রইলি কোথায় কদ্দূরে!
লুটতে শীতের দেদার মজা
          আয় ছুটে আয় রোদ্দুরে।
শীত বুড়িকে ভয় না পেয়ে
          আপন বরং কর তাকে,
শীত যে রঙিন   গাজর মুলোয়
          মটর পালং লাল শাকে।
যতই বেশি পড়বে রে শীত
           লুটব ততই ফূর্তিকে।
পিঠে পুলির স্বাদ কি ভুলি!
           ফাঁক পেলে যাই পিকনিকে।
                  ~~~~~
                🙎‍♂️🙍‍♀️🙎‍♀️🙎‍♂️