সে আমার ছোট বোন
বড় আদরের ছোট বোন।
যেমনি সবুজ তেমনি অবুঝ
তার সন্ধানী মন।
জীবনের পথে যাযাবর হয়ে
আজও তার খোঁজ গেছে জারি রয়ে,
লক্ষ্য কী তার, এখনো জানে না
ছুটে চলে অকারণ।
সে আমার ছোট বোন।

অধরা মহান আদর্শে তার
স্বপ্নালু দু'নয়ন।
নানা উপাচারে সাজাতে ডালিটি
নিবেদিত এ জীবন।
ক'জনে বা তার লক্ষ্যকে বোঝে
তার বেদনার উৎসকে খোঁজে
ভাববে কাকে সে মাথার ছাতাটি,
দুর্দিনে প্রিয়জন !
এ দাদার ছোট বোন।

সে তো খুকি নয়, কে বোঝাবে তাকে 
বলবে কে ডেকে, শোন -
রুক্ষ জটিল সংসারে শুধু
স্বার্থেরই বন্ধন।
পবিত্র স্বাদ, আদর্শবাদ
নেই সংসারে, মিশে গেছে খাদ,
এই জীবনের যা কিছু হিসেব
ঠিক ক'রে তুই গোণ।
ওরে প্রিয় ছোট বোন।

মাঝে মাঝে বকি, বড় দাদা হয়ে
করি তাকে জ্বালাতন।
তারও চুলে পাক, ভোলায় সে কথা
বাল্যের বন্ধন।
তাই তো এখনো মনে প্রাণে চাই
সেও খুঁজে পাক মন-মতো ঠাঁই
এই সংসার নয় ছোট নয়
করা গেলে মন্থন।
চাই যেন পায় অমৃতের স্বাদ
বিক্ষত ছোট বোন।

বড় আদরের ছোট বোন।
    -------------