করোনায় বাঁচি,  করোনায় মরি
        করোনায় করি বাস।
ছোঁয়াচ বাঁচিয়ে  মাস্ক মুখে নিয়ে
       কেটে গেল কত মাস।

ঘরে ব'সে ব'সে  মিছে আক্রোশে
       প্রাণ করে হাসফাস।
কত বিজ্ঞানী   দিল কত জ্ঞানই
       কই তবু আশ্বাস?

দেশে ও বিদেশে  দেখি অক্লেশে
       কত প্রাণ হল নাশ।
রোগ গেল ছেয়ে  বেশি সবচেয়ে
       এমেরিকাতেই খাস।

ঘাতকের বেশে   চীন থেকে এসে
       বিশ্বে জাগাল ত্রাস।
অট্টহাসিতে    চায় কেড়ে নিতে
       লোকের খুশি ও হাস।

এত যে প্রগতি,  এত উন্নতি -
       চড় খেলো ঠাস ঠাস।
করোনায় বাঁচি,  করোনায় মরি
       করোনায় করি বাস।
          -------------
             💜 💔 💜