সে দিন দুজনে কাকলি কূজনে
কাটিয়েছি যত বেলা -
আজ বলো দেখি নন্দিনী, সে কি
সবই ছিল ছেলেখেলা!
তুমি আমি একা সেই চেয়ে দেখা
সেই কানাকানি কথা
সারাদিন জুড়ে আধো গানে সুরে
প্রকাশের ব্যাকুলতা,
এত কথা কওয়া তবু মনে হওয়া
কিছুই হল না বলা
হাত রেখে হাতে যেন একসাথে
সবে শুরু পথচলা।
কী আবেশে দুলে কত ফুল তুলে
কেটে যেত দিন সারা
হত একাকার যেন দুজনার
দুটি হৃদয়ের ধারা।
আজও মনে হলে সে কী কলোরোলে
আকাশ বাতাস ভরে,
আঁধারের পাখি আমরাই থাকি
ব'সে ভাঙা খেলাঘরে।
নন্দিনী, আছি আজও কাছাকাছি
একই আকাশের নিচে
সেই ভালো লাগা শিহরণ জাগা
তবু কেন লাগে মিছে!
তবে কি খুঁজিনি বুঝেও বুঝিনি
ফুলে কাঁটা ছিল কত!
কাল কাটিয়েছি শুধু ছুটে গেছি
ছেলেমানুষের মতো !!
মোহ যত ফেলে দেখি চোখ মেলে
সূর্য পড়েছে ঢ'লে,
এ জীবন থেকে বহু দূরে বেঁকে
সময় গিয়েছে চ'লে।
🍃🍂🍃