উঠতি লেখক, কাব্য লিখে
যতই বড় হই কবি
তৃপ্তি কোথায়, না যদি হায়
পাই সে রসিক বান্ধবী।
দেখলে যাকে মনের ফাঁকে
কল্পনারা ভিড় করে
এলোমেলো ভাবনাকে যে
কাব্য-পাখির নীড় করে।
দৃষ্টি রেখে যার দু'চোখে
স্বপ্নলোকে যাই ভেসে
বাইতে ঝড়ে তরী আমার,
কিনার খুঁজে পাই শেষে।
সে-ই যদি না সামনে দাঁড়ায়
বনলতা সেন বেশে
তবে আমার এই কবিতার
গন্ধ সুধা যাক ভেসে।
যা-ই লিখি-না, না পেলে সেই
সই বা সুজন বান্ধবী
নিই মেনে হার, মিথ্যে আমার
ছন্দ কথার সাজ সবই।
🌾🌾🌾🌾