গভীর জটিল গদ্যসুলভ কাব্য-ভাষা বিনা
কথার সহজ ছন্দ দিয়ে মন ছোঁয়া যায় কিনা!
মন্দ্র ধ্বনি নাই বা ফুটুক
জ্ঞানের লহর নাই বা উঠুক
শ্লেষের সে তীর নাই বা ছুটুক, হোক না ভূষণহীনা।
ছন্দ মিলে সে ঢেউ দিলে পাঠক তা নেয় কিনা?
নাই বা হলাম তাই তো আমি ধন্য নামী কবি,
মগ্ন থেকে যাচ্ছি এঁকে ছন্দ-রঙিন ছবি।
যাক-না দেখা সেই ধ্বনিতে
চিত্ত কারুর নেয় কি জিতে!
জ্ঞান উপদেশ চাই না দিতে, উক্ত আছে সবই।
চাই ভোলাতে চাই দোলাতে, আপনভোলা কবি।
------- x ------
🙏