সাধারণ আর অসাধারণ!
কতটা পার্থক্য?
অসাধারণ দুএকজনই,
সাধারণ হয় লক্ষ।
সাধ তো মনে অনেকেরই
অসাধারণ বনতে।
এ পাড়ার ঐ হাবুল বাবুল
ও পাড়ার ঐ ননতে।
রাম বাবু বা শ্যাম বাবুরও
মনের গোপন ইচ্ছে
সক্কলে জি হুজুর ব'লে
সেলাম তাদের দিচ্ছে।
এমনি ক'রেই সাধারণের
রজনী দিন কাটছে।
অসাধারণ হবার লোভে
কেউ বা মিছে খাটছে।
মিথ্যে ও সব স্বপ্ন দেখা,
নাও বুঝে নাও স্পষ্ট।
অসাধারণ জ্ঞানী গুণীর
অসাধারণ কষ্ট।
তার চেয়ে খুব সহজ
থাকা সাধারণ আর তুচ্ছ।
'যাই কি প'ড়ে !' নিত্যই ভয়
আসনটি যার উচ্চ।
এ সংসারে যদি অনেক
অসাধারণ মিলত -
কদর এবং খাতির তাদের
জুটত না এক তিল তো।
---------------