.         যতই যা হই   কেউকেটা নই
                নই কো তারকা রবি।
          নেই পিছে ব্যাক, আছে কিছু ন্যাক
                ভাবি হব এক কবি।
          ঝোঁকে  মাঝে মাঝে   কাজে ও অকাজে
                অপটু লেখনী ধরি,
          সাধ জাগে মনে  বিনা প্রয়োজনে
                আহা কবিগিরি করি।
          ভাবি না তো আমি  নামী না অনামী,
                কত অনুগামী আছে?
          যা কিছু সুনাম     তুচ্ছ যে দাম   
                 সেটুকু নিজেরই কাছে।
          তবু যদি ডাকে   কেউ মনে রাখে
                স্মৃতিপটে আঁকে ছবি -
          এসে ধরনীতে   সেই প্রাপ্তিতে
                 পুলকিত এই কবি।