ভালো লিখি আর মন্দই লিখি,
হয় শেষে একই গতি।
অনামী কবির দরদী পাঠক
অল্পই জোটে অতি।
আমার কবিতা না-ও যদি পড়ে
নেই, নেই কারো ক্ষতি।
কার্ লেখা পড়ে, কারটা না পড়ে
সে তো পাঠকের মতি।
সেকেলে ধাঁচের লেখাতে আমার
হয় তো ফোটে না জ্যোতি,
দরাজ হস্তে বর দানও মোরে
করে না সরস্বতী।
তবু লিখে যাই স্বভাবের দোষে
না ভেবেই পরিণতি,
পাঠক পাঠিকা দিক বা না দিক
দৃষ্টি আমার প্রতি।
কপালের জোরে কোনো বা কবিতা
হয় কিছু ফলবতী,
জুটলে পাঠক গোটা কুড়ি ভাবি
আহা সে কী উন্নতি !
-----------------