রাত দুপুরে
   হাত পা ছুড়ে
      অদ্ভুতুড়ে তিনটি ছায়া
মাঠের ধারে
   দীঘির পাড়ে
      অন্ধকারে দোলায় কায়া।


সবুজ মাঠে
   দীঘির ঘাটে
      বেশ তো কাটে দিনের বেলা,
অশথ তলে
   তখন চলে
      সদলবলে শিশুর খেলা।


কিন্তু শেষে
   রাত্রি এসে
      যখন মেশে প্রান্ত জুড়ে
যে-ই তাকাবে
   চমকে যাবে
      দেখতে পাবে রাত-দুপুরে -


আজব যত
   খেলায় যত
      আবছা মতো তিনটি ছায়া,
কেই বা জানে
   তার কী মানে !
      রাত্রি আনে কোন্ সে মায়া?
           --------------