বহু কথা   দেওয়া হয়  না রাখারই জন্য,
সে কথার নেই কোনো   অর্থ যে অন্য।
নিছকই মনের ঝোঁকে
               কথা দেয় কত লোকে!
অগণিত জনতায়   সে কী জনারণ্য।
সহস্র কথা দেওয়া   না রাখারই জন্য।

যে রকম খুশি  যায়   বলা মুখ খুললেই,
এমন কি, কথা হয় শুধু মাথা দুললেই।
কথার এই ছড়াছড়ি -
             কাকে ছাড়ি কাকে ধরি!
কথা যায় গড়াগড়ি, ভোলা যায় ভুললেই?
যায় বলা যত খুশি  শুধু মুখ খুললেই।

কথা দিয়ে যা খুশি তা   নেতাদের তুল্য
কজন আর সে কথার   ভাবে  আছে মূল্য?
আজকাল বিনা কাজে
               ব'কে শুধু আজেবাজে
হল কথা সস্তা যে  বেড়ে হৈহুল্লোড়।
ক'জন আর সে কথার দিতে জানে মূল্য?
            --------------
                 🙏🙏🙏