রবির পারাবারে আমি ডুবতে রাজি আছি।
পান ক'রে তার ভাবের সুধা মরণ থেকে বাঁচি।
মন যে আমার বারে বারে
ধাক্কা খেয়ে এ সংসারে
নাও ভাসাতে চায় আহা রে, টুকরো করে কাছি।
রবির পারাবারে আমি ডুবতে রাজি আছি।
হৃদয় পূরে রবির সুরে সকাল সন্ধ্যা বেলা
আঘাত ভুলে ভবের কূলে খেলি ভাবের খেলা।
মায়া মোহের এই যে ভবে
খেলা যেদিন সাঙ্গ হবে
তখন মুদে চোখ নীরবে রবির সুধাই যাচি।
রবির পারাবারে আমি ডুবতে রাজি আছি।
----- x ------