জোড়াসাঁকোর রবি,
ভাষার নিপুণ ছন্দ দিয়ে
     ফোটান কথা সবই।
ছন্দ গেঁথে সঙ্গোপনে
দোল লাগিয়ে সবার মনে
ক্রমে  বিশেষ কোন্ সে ক্ষণে
      হলেন মহাকবি।
      কথার নাগর রবি।

বলব বিশেষ কী যে!
আর কেহ নেই, তুলনা তাঁর
     কেবল তিনি নিজে।
কাব্য লেখায়, নৃত্যে গানে
সৃষ্টি-নেশার অমোঘ টানে
রইল পাতা সবার প্রাণে
      তাঁহার আসনটি যে।
      মহিমা তার কী যে!

যুগ পেরিয়ে যাবে।
বঙ্গবাসী আর কি এমন
     দ্রষ্টা কবি পাবে?
যেন  স্বয়ং সরস্বতী
কলমে তাঁর যোগায় গতি,
কৃতজ্ঞতা কবির প্রতি
      ফুটবে কেমনভাবে?
       যতই কাল যাবে!
                🙏