বৈশাখের এই পঁচিশে আজ
         হচ্ছে তো হইচই।
সাজছি সাজে, মাতছি গানে,
         রবি ঠাকুর কই !

আমরা মাতি,  ভক্তি প্রীতি 
         শ্রদ্ধা ভরে নই।
মঞ্চে উঠে হয়তো নাচি
         থৈ তাতা থৈ থৈ।

আমরা কি সেই বিশ্ব প্রেমের
         আদর্শকে বই !
রবি ঠাকুর একলা চলেন
         আমরা দূরে রই।

রবি ঠাকুর রবি ঠাকুর,
         তিনি নোবেল জয়ী।
তার সুধা রস পান না ক'রে
         আমরা কাঙাল হই।

ছবিতে তার পরাই মালা,
         পড়ি কি তার বই?
সৌম্য রবির আভার পাশে
         ক'জন মানানসই !

কবির শুভ জন্মদিনে
         তবুও হইচই।
গান তো আছে, প্রানে মহান
         রবি ঠাকুর কই?
         -----------