কালে কালে দিকে দিকে
            এলো কত কবি,
কেউ চাঁদ, কেউ তারা,
             নয় কেউ রবি।
কবিদের চূড়ামণি
             রবি শুধু একজনই,
আঁকা হয়ে আছে মনে
             তারই মহাছবি।
বিশ্বের কবি তিনি,
             গুরুদেব রবি।
          -----------