মিলল দেখা কতই নারীর
      তেমন নারী কই!
আজও আমি বেড়াই খুঁজে  
       মনের মত সই।
চাই খাঁটি মন, কেবল রূপে
       মুগ্ধ আমি নই।
         --------