আঁকড়ে ধরি, বন্ধু রূপে
কাউকে যদি পাই।
প্রেম বিলাতে চাই গো আমি
প্রেম বিলাতে চাই।
প্রেমের কাঙাল, তাই তো আমার
নাম যশে সাধ নেই,
প্রেমের ছোঁয়া যার কাছে পাই
আপন আমার সে-ই।
প্রেমিক হৃদয়, সাধক হৃদয়
ভক্ত হৃদয় যার
দিবস রাতে নবীন প্রাতে
সন্ধানে রই তার।
কেউ বোঝে না, কেউ বা বোঝে
আমার পথিক মন।
এই দুয়ারে প্রেম বিনে যে
আর কিছু নেই ধন।
নই কো গুণী, নই কো মানী,
মস্ত কবি নই,
মন্দ ভালোর ভেদ খুঁজি না,
ভাবেই বিভোর রই।
দেখা তো পাই হাজার লোকের,
কোথায় তেমন কেউ !
বোঝে গভীর দরদ দিয়ে
আমার মনের ঢেউ।
চলার পথে যখন তেমন
কাউকে খুঁজে পাই -
সারা জীবন আপন ক'রে
রাখতে তাকে চাই।
প্রেম বিলাতে চাই গো আমি
প্রেম বিলাতে চাই।
-----------