. ---
এই মন,
পেতে প্রয়োজন
বলো দেখি কতটুকু ধন!
সোনা, জহরত, হিরে মোতি -
সকলেরই জানা, তা-ই অমূল্য অতি।
তাই ভাবি আমি, মন সে কি আরো বেশি দামী!
কেউ সারাবেলা, মন নিয়ে করে হেলাফেলা।
বোঝেই না,মন ভেঙে গেলে কী যে ক্ষতি,
মন দেওয়া-নেওয়া সোজা অতি।
কে বলেছে নিকষিত হেম?
যেন funny গেম
এই প্রেম।
----