সুললিত ছন্দিত
কবিতার বাণী আর নয়।
ভালো আর মন্দের চারিদিকে দ্বন্দ্ব ও
সন্ধ্যা ঘনানো সংশয়।
মানবের সনাতন ন্যায় নীতি বোধ -
তাকে আজ এ সমাজ
অনায়াসে ক'রে দেয় রোধ।
আজ শুধু আরো চাই,
আরো বেশি চাই,
ছলে বলে কৌশলে
সোজা পথে বাঁকা পথে
যেভাবেই পাই।
স্নেহ প্রেম দয়া মায়া মিছে হয়ে যায়,
কে কোথায় কেঁদে মরে,
তার প্রতি কে বা ফিরে চায় !
ক্ষমতায় ব'সে থাকা
কুচক্রী মানুষের দল
আস্ফালন ক'রে ফেরে,
দেখিয় তীব্র বাহু বল।
পদে পদে পরাজিত
শিষ্ট শান্ত আর নিরীহ মানুষ -
জিত তারই, নেই যার
মানুষ হয়েও কোনো
মান আর হুঁশ।
ছন্দিত কবিতার বাণী গেঁথে আজ
ঘোচানো যাবে না এই নৃশংস সমাজের
বেআব্রু সাজ।
কবিতায় আজ চাই
তীক্ষ্ণ বাণীর কষাঘাত
কেঁপে ওঠে যাতে ভয়ে
লালায়িত বাসনার উদগ্র হাত।
তাই আজ জেগে ওঠো
ভাবাবেগে ভেসে যাওয়া
ওহে কবি কুল,
আজকে আবার চাই সুকান্ত নয় তো বা
বিদ্রোহী কবি নজরুল।
মসি আজ অসি হয়ে
ক'রে যাক তীব্র আঘাত।
এ আঁধার দূর হয়ে সুন্দর ধরনীতে
এনে দিক চেতনার নতুন প্রভাত।
--------------