যা ছিল আমার সকলই দিয়েছি,
      আরো কী তোমার চাই?
নিঃস্ব কাঙাল ভিখিরি বানালে,
      আর দিতে কোথা পাই !
নিজ অর্জিত যেখানে আমার
      যতটুকু ছিল ধন
ক্রমে ক্রমে তার সবই যে তোমায়
      করেছি সমর্পন।
মনে হয়েছিল, যত যা রয়েছে
      নয় নয় সে তো কম,
তুচ্ছ ধনের সেই যে অহং
       বুঝিনি তা ছিল ভ্রম।
যা দিলাম সবই হয়েছে বিলীন
       তোমার সাগরে আজ,
বুঝেছি এখন আমি কত দীন
        ওগো রাজা মহারাজ।
দিতে পারি পুজো কী সে উপাচারে,
         কোনখানে খুঁজে পাই !
তোমার পূজাতে  তোমারই প্রসাদ
          করুণা ভিক্ষা চাই।
          ---------------
            ⚘⚘⚘⚘