.           ♦️♦️♦️♦️♦️

শীতের পশরা নিয়ে পৌষ আসে আসে,
ভোরবেলা ঝলমলে মিঠে রোদ হাসে।
উষ্ণ আমেজে তার পাখি গেয়ে ওঠে,
প্রাঙ্গণে বনে বনে রাঙা ফুল ফোটে।
মনোরম দিনও আর   নয় ঘাম ঝরা
উৎসাহে   সকলের কত কাজ করা।
মিলছে মটরশুটি, সিম, মুলো তাজা
তার সাথে বেগুন আর ফুলকপি ভাজা।
ক্ষেত ভরা ফসলের দেখে আনাগোনা
বাঙালির মনে কত রাঙা কল্পনা।
দল বেঁধে হৈচৈ, পিকনিক হবে -
জামাটিয়া শীত নিয়ে পৌষ এলে তবে।
                 °°°°°°°°°°°
              🌷⚘🌻⚘🌷