চাইলে আমি অনেক কিছুই করতে পারি,
তোমার জন্য তাজমহলও গড়তে পারি।

চাইলে আমি আকাশটাকে ধরতে পারি
ডিঙিয়ে বাধা পাহাড় চূড়ায় চড়তে পারি।

চাইলে আমি ঝরনা হয়ে ঝরতে পারি,
তোমার হৃদয় ছন্দে সুরে ভরতে পারি।

চাইলে তুমি এ ঘর ছেড়ে নড়তে পারি,
বিশ্ব ঘুরে জ্ঞানের পুঁথি পড়তে পারি।

মান বাঁচাতে তোমার, প্রবল লড়তে পারি।
চাও যদি তো তোমার জন্য মরতে পারি।
        ---------------------