অন্য লোকের কোথায় কী খুঁত খুব সহজেই ধরো,
সমালোচন করতে হলে নিজের কাজের করো।
থাকতে সঠিক হও সচেতন
               নিজের কাজেই দাও পুরো মন,
নিজেকেই ভাঙো এবং নতুন ক'রে গড়ো।
সংশোধন আর সমালোচন নিজের কাজের করো।
             ---------------