সংসারে বড়দের কীসের এত চিন্তা -
গালে হাত দিয়ে আমি ভাবি প্রতিদিন তা।
বড়রা তো খুশি মতো পারে সব করতে,
যে কোনো নিয়ম পারে ভাঙতে বা গড়তে।
বড়দের হয় না তো বকাবকি শুনতে
ভুল হলে বানানে বা অঙ্কটা গুণতে।
বড়দের হাতে টাকা, যখনই যা ইচ্ছে
অমনি বাজারে গিয়ে তাই কিনে নিচ্ছে।
সব কাজে স্বাধীনতা বড়রাই পাচ্ছে,
ভেবে ভেবে তবু তারা বুড়ো হয়ে যাচ্ছে।
বড়দের এত আছে, তবুও অশান্তি,
বুদ্ধিও বেশি তবু করে ভুল ভ্রান্তি।
আমাদের কী বা আছে? তবু নেই চিন্তা,
অল্পতে খুশি হয়ে নাচি ধিন্ ধিনতা।
         -----------------