Retired মানে tired হয়ে কি
কাজ ছেড়ে ব'সে যাওয়া!
কক্ষনো নয়, মেটাতে বাসনা
আরো অবকাশ পাওয়া।
একই ছকে বাঁধা গন্ডি পেরিয়ে
জীবনে মুক্ত হাওয়া।
বন্ধন হীন বাউলের বেশে
পথে পথে গান গাওয়া।
আরো তাড়াতাড়ি কাজ করো ব'লে
করবে না কেউ ধাওয়া।
যে দিন যেমন সাধ হবে মনে
সে রকম নাওয়া খাওয়া।
ব্যস্ত বহুল চাকরি জীবনে
ছিল যে কত কি চাওয়া!
সকল মিটিয়ে দিনগুলি যেন
শান্তি সুধায় ছাওয়া।
-----------